কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা

ডাকঘরঃ কড়িয়া, উপজেলাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট।

মাদ্রাসা কোডঃ                         EIIN : 122036

অধ্যক্ষ মহোদয়ের বাণী

বিসমিল্লাহ হির রাহমা নির রাহিম । ঐতিহাসিক কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, পাঁচবিবি, জয়পুরহাট ১৯৪২ সালে এলাকার ধর্মপ্রাণ শিক্ষনুরাগী ব্যক্তি গণ তাঁদের শ্রম অর্থ ও দক্ষতা দিয়ে কড়িয়া গ্রামে প্রাচীনতম কড়িয়া বাজারের সন্নিকটে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলাম ও আধুনিক শিক্ষা বিস্তারে মাদ্রাসা টি যথাযথ ভুমিকা রেখে যাচ্ছে। সুদক্ষ, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক বৃন্দ আন্তরিক ভাবে তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কর্মচারী গণ ও তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারু ভাবে পালন করে চলেছেন। আমরা সন্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসা টি কে ইতিমধ্যে জেলার শীর্ষ অবস্থানে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমাদের মেধাবী ছাত্র ছাত্রীরা কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জন করে উচ্চতর শিক্ষা অর্জন সহ সর্ব ক্ষেত্রে ভালো অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠান টিকে আরো অগ্রসর করে বর্তমান শিক্ষা কারিকুলাম সফল ভাবে বাস্তবায়ন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে আমরা সকলের সার্বিক সহযোগিতা ও মহান আল্লাহ তায়ালার তৌফিক কামনা করি। মোঃ আনিছুর রহমান । অধ্যক্ষ কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পাঁচবিবি জয়পুরহাট।

Scroll to Top