কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা

ডাকঘরঃ কড়িয়া, উপজেলাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট।

মাদ্রাসা কোডঃ                         EIIN : 122036

মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস

কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা শহর থেকে ৪.৮০ কিলোমিটার পশ্চিমে সীমান্তবর্তী কড়িয়া গ্রামে ঐতিহাসিক কড়িয়া বাজারের কোল ঘেঁষে অবস্থিত। ১৯৪২ সালে এলাকার ধর্মপ্রাণ শিক্ষনুরাগী ব্যক্তি গণ প্রতিষ্ঠানটি স্থাপন করেন। ১৯৫৮ সালে মাদ্রাসা থেকে প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে ৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সকলে উত্তীর্ণ হন।১৯৭৪ সালে মাদ্রাসার প্রথম ব্যাচ আলিম পরীক্ষায় অংশ নেন। ১৯৮৫ সনে মাদ্রাসাটি আলিম স্তর পর্যন্ত এম পি ও ভুক্ত হয়।২০০১ সালে দাখিল স্তরে এবং ২০১০ সালে আলিম স্তরে বিজ্ঞান বিভাগ চালু করা হয়। ২০১৬ সালে কারিগরি ভোকেশনাল শাখা সংযুক্ত হয় মাদ্রাসা টি তে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা, পড়ালেখার মান, সহপাঠ্যক্রম পাবলিক পরীক্ষার ফলাফল বিবেচনায় অত্র জেলার মধ্যে শীর্ষ পর্যায়ে অবস্থান করছে মাদ্রাসা।

Scroll to Top